School Logo

BALAKAIR AZAHAR UDDIN RABEYA SAROWAR HIGH SCHOOL

Village/Holding No./Road: BALAKAIR Union: KARPARA Post Office: BALAKAIR Post Code: 8100 Upazila: GOPALGANJ SADAR District: GOPALGANJ
ESTD: 1971 EIIN: 109463 Board Code: 6773
সাম্প্রতিক নোটিশ
No notices found.

প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও এক সময়ের অবহেলিত অনগ্রসর জনপথ হিসেবে পরিচিতি ছিল বংলার দক্ষিণাঞ্চল। এই অনগ্রসরাতর পিছনে বিভিন্ন কারণের মধ্যে প্রধান কারণ ছিল  শিক্ষার শূণ্যতা। বৃহৎ এই এলাকা কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী জুড়ে কোন ভালো মানের শিক্ষার সুযোগ ছিল না। আর তখনই এই এলাকার তরুন-তরুনীদের জীবন-জীবিকার সংগ্রামের পাশাপাশি  শিক্ষা গ্রহনের সুপ্ত বাসনাকে বাস্তবায়নের প্রায়াসে বলাকইড় গ্রামের কতিপয় বিশিষ্ট শিক্ষানুরাগীর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭১খ্রিঃ প্রতিষ্ঠিত হয় দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী আজকের এই বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয়। তখন এই প্রতিষ্ঠানটি স্বল্প কয়েকজন ছাত্র/ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন জনাব প্রেম চাঁদ। শিক্ষক ছিলেন মাত্র ০৯ জন। দারিদ্রের নিষ্ঠুর কষাঘাত সমাজের নির্মম বাস্তবতার কারণে কর্মজীবনে প্রবেশের পরও উচ্চ শিক্ষার প্রতি আগ্রহের কারণে প্রতি বছরই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ৫০০জন।

অবস্থাগত গুরুত্ব, জনগনের দাবী সর্বোপরি দক্ষিণাঞ্চল উচ্চ শিক্ষার প্রয়োজনের তাদিগে ১৯৭১ খ্রিঃ এই প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। ফলে অধিক অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন অধ্যক্ষ শিক্ষকদের পদায়ন হতে থাকে। আর সমান তালে চলতে থাকে শিক্ষার গুনগত মানের উন্নয়ন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশ করে দেশের বিভিন্ন সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন উচ্চ শিক্ষা কেন্দ্রে অধ্যয়ন করছে। আর শিক্ষা জীবন শেষে এই সকল মেধাবী শিক্ষার্থীরা কর্মজীবনেও তাদের যোগ্যতার পরিচয় দিতে সক্ষম হয়ে উঠেছে। ফলে বি.সি.এস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছে।

বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ কুদ্দুচ মোল্যা তাঁর কর্মদক্ষতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, অবকাঠামো উন্নয়নসহ স্কুল ক্যাম্পাস আকর্ষণীয় পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এতদ অঞ্চলের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের উন্নয়ন অগ্রযাত্রাকে বেগবান করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

 

আমাদের দপ্তর