BALAKAIR AZAHAR UDDIN RABEYA SAROWAR HIGH SCHOOL এ আপনাকে স্বাগতম
প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও এক সময়ের অবহেলিত ও অনগ্রসর জনপথ হিসেবে পরিচিতি ছিল বংলার দক্ষিণাঞ্চল। এই অনগ্রসরাতর পিছনে বিভিন্ন কারণের মধ্যে প্রধান কারণ ছিল শিক্ষার শূণ্যতা। বৃহৎ এই এলাকা কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী জুড়ে কোন ভালো মানের শিক্ষার সুযোগ ছিল না। আর তখনই এই এলাকার তরুন-তরুনীদের জীবন-জীবিকার সংগ্রামের পাশাপাশি শিক্ষা গ্রহনের সুপ্ত বাসনাকে বাস্তবায়নের প্রায়াসে বলাকইড় গ্রামের কতিপয় বিশিষ্ট শিক্ষানুরাগীর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭১খ্রিঃ প্রতিষ্ঠিত হয় দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী আজকের এই বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয়। তখন এই প্রতিষ্ঠানটি স্বল্প কয়েকজন ছাত্র/ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন জনাব প্রেম চাঁদ। শিক্ষক ছিলেন মাত্র ০৯ জন। দারিদ্রের নিষ্ঠুর কষাঘাত ও সমাজের নির্মম বাস্তবতার কারণে কর্মজীবনে প্রবেশের পরও উচ্চ শিক্ষার প্রতি আগ্রহের কারণে প্রতি বছরই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ৫০০+ জন।
অবস্থাগত গুরুত্ব, জনগনের দাবী সর্বোপরি দক্ষিণাঞ্চল উচ্চ শিক্ষার প্রয়োজনের তাদিগে ১৯৭১ খ্রিঃ এই প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। ফলে অধিক অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন অধ্যক্ষ ও শিক্ষকদের পদায়ন হতে থাকে। আর সমান তালে চলতে থাকে শিক্ষার গুনগত মানের উন্নয়ন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশ করে দেশের বিভিন্ন সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন উচ্চ শিক্ষা কেন্দ্রে অধ্যয়ন করছে। আর শিক্ষা জীবন শেষে এই সকল মেধাবী শিক্ষার্থীরা কর্মজীবনেও তাদের যোগ্যতার পরিচয় দিতে সক্ষম হয়ে উঠেছে। ফলে বি.সি.এস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছে।
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ কুদ্দুচ মোল্যা তাঁর কর্মদক্ষতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, অবকাঠামো উন্নয়নসহ স্কুল ক্যাম্পাস আকর্ষণীয় ও পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এতদ অঞ্চলের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বেগবান করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
আরো জানুন
প্রতিষ্ঠাতা সদস্যের বানী আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান সব সময় গুরুত্ব বহন করে। গোপালগঞ্জ জেলায় প্রতিষ্ঠিত কাজী মন্টু কলেজ তার মধ্যে অন্যতম একটি। শৈশব জীবন ও কিশোর ছাত্র জীবনে কয়েক কিলোমিটার রাস্তা পায়ে হেটে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার স্মৃতি আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। মেধা থাকা সত্বেও বাস্তব প্রতিকূলতার মুখে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে। তাই শিক্ষিত ও মেধাবী জাতি গড়ে তুলতে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন বিভিন্ন প্রাইমারী স্কুল, মাধ্যমিক স্কুল ও কলেজের পাশপাশি আমার বাবা মরহুম কাজী মাহমুদ হোসেন মন্টু তার নামে প্রতিষ্ঠা করেন এই কলেজটি। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত কলেজটি এখন বিশ্ববিদ্যালয় কলেজে রূপ লাভ করেছে। দক্ষ কলেজ পরিচালনা পর্ষদের তত্বাবধানে যোগ্যতাসম্পন্ন শিক্ষকমন্ডলীর শিক্ষাদানে
...শিক্ষার্থীরা সেরা ফলাফল করছে । আমি খুবই আনন্দিত হই যখন শুনি এ কলেজটি কোটালীপাড়ার মধ্যে সেরা তালিকায় রয়েছে। আমি গর্ববোধ করি, যখন শুনি এ কলেজের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রে সফল হচ্ছে। তখন মনে করি আমার বাবার কলেজ প্রতিষ্ঠা বিফলে যায় নি। বর্তমান প্রতিযোগিতার যুগে সৃজনশীল মেধা বিকাশে এ কলেজ অগ্রণী ভূমিকা পালন করবে, এমনটাই কামনা করি সব সময়। আমার বাবার নামে এ কলেজ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাবার স্মৃতি আজও অম্লান হয়ে আছে। আমি মনে করি , পিতা মাতার প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্মান দেখানো শিক্ষার্থীদের কর্তব্যের মধ্যে রয়েছে। আর এ কর্তব্যবোধ হৃদয়ে ধারন করতে হবে সব শিক্ষার্থীকে। সততা, ন্যয়- নীতির মধ্য দিয়ে শিক্ষিত জাতি গড়ে ওঠবে। সে দিন বেশি দুরে নয়, আমরা শতভাগ শিক্ষিত জাতি হিসেবে আত্ম-মর্যাদাশীল হবো। উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হব। কাজী মন্টু কলেজের অগ্রযাত্রা প্রশংসার দাবি রাখে। এই কলেজের নামে সমৃদ্ধ ওয়েব সাইটে সংরক্ষিত সকল তথ্য উপাত্ত শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ব পরিসরে স্থান পাবে এটাও কামনা করছি। কাজী অমিত মাহমুদ প্রতিষ্ঠাতা সদস্য
সভাপতির বাণী
সভাপতি
BALAKAIR AZAHAR UDDIN RABEYA SAROWAR HIGH SCHOOL
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ,
BALAKAIR AZAHAR UDDIN RABEYA SAROWAR HIGH SCHOOL-এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। শিক্ষা জাতির মেরুদণ্ড এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটি সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার জন্য।
আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করা।...
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ,
BALAKAIR AZAHAR UDDIN RABEYA SAROWAR HIGH SCHOOL-এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। শিক্ষা জাতির মেরুদণ্ড এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটি সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার জন্য।
আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করা। আসুন আমরা সবাই মিলে একটি উন্নত ও আলোকিত বাংলাদেশ গড়ে তুলি।
ধন্যবাদান্তে,
সভাপতি
প্রধান শিক্ষকের বাণী
MILTON BISWAS
প্রধান শিক্ষক
BALAKAIR AZAHAR UDDIN RABEYA SAROWAR HIGH SCHOOL
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর নিয়ম কানুনের আওতায় প্রতিষ্ঠিত ও সুপরিচালিত একটি ঐতিহ্যবাহী ও গৌরবমন্ডিত বিদ্যাপীঠ বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা পালন...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর নিয়ম কানুনের আওতায় প্রতিষ্ঠিত ও সুপরিচালিত একটি ঐতিহ্যবাহী ও গৌরবমন্ডিত বিদ্যাপীঠ বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জাতির সু্শিক্ষা, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ঐতিহ্যবাহি এ শিক্ষা প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান যুগ, বিজ্ঞানের যুগ। একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। বিজ্ঞানের যে আবিষ্কার বিশ্বের এক প্রান্তের মানুষকে অপর প্রান্তের মানুষের অতি নিকটে নিয়ে এসেছে তা হচ্ছে ইন্টারনেট। বর্তমান যুগ গ্লোবালাইজেশন এর যুগ যার মধ্য দিয়ে সমগ্র পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব সাইট–এ নিজের পরিচয় এবং কর্মকাণ্ড সহজেই মানুষের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে। এক্ষেত্রে গোপালগঞ্জের ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয় কোন অংশে পিছিয়ে নেই। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠান অনলাইন ভার্সনে যাত্রা শুরু করেছে। অত্র বিদ্যালয়ের কর্মক্রম ওয়েব সাইটে প্রকাশিত হচ্ছে। আমাদের সকল কর্মকান্ড ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ পেলে স্কুলের যাবতীয় তথ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে দ্রুত পৌঁছে দেয়া সম্ভব হবে এবং ইন্টারনেট ব্যবহারকারীরা সহজে অবহিত হতে পারবেন। সাপলেজা মডেল হাই স্কুল ওয়েবসাইট খুলে সরকারের ডিজিলাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং সরকারের ভিশন ২০২১ এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। এটা নিশ্চিত যে, আমাদেরকে ইনফরমেশন হাইওয়েতে উঠতে গেলে, চলতে গেলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে ও সেবার মান উন্নত হবে এবং দুর্ণীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আশা করছি ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষকদের ডাটাবেজ তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করা সম্ভব হবে। এছাড়াও এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরাই শুধু নয় সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার একটি সামাজিকীকরণ সম্ভব হবে। আমি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, সুধিমহল সকলকে ওয়েবসাইট থেকে সেবা গ্রহণে আমন্ত্রণ জানাই। যাদের নির্দেশনা ও ব্যবস্থাপনায় এ ওয়েব সাইটটি বাস্তবায়ন হলো, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠায় যাঁদের অবদান রয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। কর্মরত সকল শিক্ষক, কর্মচারি ও হিতৈষী ব্যক্তিবর্গকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে স্কুলটি সুষ্ঠুভাবে পরিচালনায় তাঁদের সহযোগিতা কামনা করছি। পরিশেষে, বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয় এর ওয়েবসাইটটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করে শেষ করছি।
মোঃ কুদ্দুচ মোল্যা
প্রধান শিক্ষক
বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ।
আমাদের অভিলক্ষ্য
গুণগত শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের সৃজনশীল, দক্ষ এবং নৈতিক নাগরিক হিসেবে গড়ে তোলা।
গুণগত শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের সৃজনশীল, দক্ষ এবং নৈতিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি যে শিক্ষা হল ব্যক্তিত্ব গঠনের প্রধান হাতিয়ার। আমাদের লক্ষ্য এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের পূর্ণ সম্ভাবনা অনুধাবন করতে পারে।
একটি আধুনিক, প্রগতিশীল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যেখানে প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
একটি আধুনিক, প্রগতিশীল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যেখানে প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পাবে। আমরা কল্পনা করি এমন একটি সমাজ যেখানে আমাদের শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত প্রজন্ম গঠন আমাদের লক্ষ্য।